কলকাতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট সহ ৪১ জনকে গ্রেপ্তারের দাবিতে কমিশনে বিজেপি

 ‘‌অপরাধী’দের তালিকা তৈরি করে নির্বাচন কমিশনের হাতে তুলে দিয়েছে বিজেপি। সূত্রে খবর, সেই তালিকায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ান সহ ৪১ জনের নাম রয়েছে। গত ২৭ মার্চ প্রথম দফার নির্বাচনের দিনই সুষ্ঠ ভাবে ভোট পরিচালনার জন্য কমিশনকে ধন্যবাদ জানিয়ে এসেছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। সাংবাদিক সম্মেলনে রাজ্য বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় বলেন, ‘‌গত চার দশকে এমন শান্তিপূর্ণ নির্বাচন দেখেনি বাংলা। নির্বাচন কমিশনের হাতে আমরা কয়েকজন অপরাধীদের একটি তালিকা তুলে দিয়ে এসেছি। তাঁদের গ্রেপ্তার করা হলেই পরের দফা থেকে আরও সুষ্ঠ ভাবে নির্বাচন হবে।’ আগামী ১ এপ্রিল নন্দীগ্রামে ভোট। তার আগে মমতার নির্বাচনী এজেন্টের গ্রেপ্তার চাইছে বিজেপি নেতৃত্ব। বিজয়বর্গীয় জানান, যাঁদের বিরুদ্ধে পুরনো মামলা রয়েছে, তাঁদের নামই ওই তালিকায় রয়েছে। প্রসঙ্গত, ভোট শুরুর কয়েকদিন আগে পর্যন্তও শেখ সুফিয়ানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, এখনই সুফিয়ানকে গ্রেপ্তার করা যাবে না। সম্প্রতি মমতা অভিযোগ করেন, প্রথম দফার নির্বাচনে একদিন আগে কাঁথিতে রাত ১১টা নাগাদ ৩০ জন উত্তরপ্রদেশে গুন্ডাকে অস্ত্র সহ আটক করা হয়েছে। বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নন্দীগ্রামে বহিরাগত গুন্ডাদের আশ্রয় দেওয়ার অভিযোগ তুলে কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূলও।