জেলা

শুধু নন্দীগ্রামে মোতায়েন ২১ কোম্পানি আধাসেনা, নজিরবিহীন নিরাপত্তা

রাজ্যে দ্বিতীয় দফার ভোটে নজিরবিহীন নিরাপত্তার ব্যবস্থা করল নির্বাচন কমিশন।কমিশনের নজরে এবার সেই হটসিট নন্দীগ্রাম। ১ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার ভোটগ্রহণ। আর সেদিনই ভোট হবে নন্দীগ্রামে। ভোট হবে বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগণা জেলার ৩০ আসনে। আর এদিনই ভোটগ্রহণ পর্বে মোতায়েন থাকবে ৬৫১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। প্রথম দফায় বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ছাড়া ভোট মোটের উপর শান্তিপূর্ণ হয়েছে। যা নিয়ে কার্যত নির্বাচন কমিশনকে সার্টিফিকেট দিয়েছেন অমিত শাহ। যদিও তৃণমূলের তরফে কেন্দ্রীয় বাহিনীকে বিজেপির হয়ে কাজে লাগানোর অভিযোগ উঠেছে। কয়েকটি জায়গায় ইভিএমে কারচুপিরও অভিযোগ উঠেছিল। দ্বিতীয় দফায় যাতে বিক্ষিপ্ত ঘটনাগুলিও না ঘটে তার জন্য কমিশনকে যথাযযথ ব্যবস্থা নিতে বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দ্বিতীয় দফায় নন্দীগ্রাম কমিশনের আকর্ষণের কেন্দ্রে। এই হটসিটে ঝামেলা হওয়ার সম্ভাবনাও তুঙ্গে। তাই শুধু নন্দীগ্রামেই থাকছে ২১ কোম্পানি আধাসেনা। কমিশনের তরফে জানা গিয়েছে, ভোট পরবর্তী হিংসা রুখতে পুরুলিয়া, ঝাড়গ্রামে বাহিনী ৬ কোম্পানি করে বাহিনী থাকবে ভোটের পরেও।