বাংলায় দ্বিতীয় দফার নির্বাচনের দিনই ফের প্রচারে আসছেন প্রধানমন্ত্রী। আগামী ১ এপ্রিল বাংলায় দ্বিতীয়দফার নির্বাচনের দিন রাজ্য পা রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওইদিন দুটি জনসভা করবেন প্রধানমন্ত্রী। দক্ষিণ ২৪ পরগণার জয়নগর ও হাওড়ার উলুবেড়িয়াতে একই দিনে দুটি জনসভা করার কথা প্রধানমন্ত্রীর। পশ্চিমবঙ্গের নির্বাচনে বিজেপির শক্তি প্রদর্শনে কোনও খামতি রাখতে চাইছে না গেরুয়া নেতৃত্বরা। পাখির চোখ করেই ২১-এর নির্বাচনকে সামনে রেখে এগোচ্ছে বিজেপি নেতৃত্ব। আর তাই তাঁদের দুই মূল নেতা অমিত শাহ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বারবার রাজ্যে এসে প্রচারে চাইছে পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা। এখন মূল আলোচনার বিষয় ওইদিনই নন্দীগ্রামে নির্বাচন, আর সেই সময় রাজ্যে বিজেপি প্রার্থীদের হয়ে প্রচারে আসছেন মোদি, যা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মত রাজনৈতিক মহলের। বিজেপি সূত্রে খবর, আগামী ১ এপ্রিল থেকেই এবার লাগাতার টানা রাজ্যে আসবেন মোদি। শেষদফার নির্বাচনের আগে পর্যন্ত রাজ্যে মোট ১৫ টি জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জনসভা করা ছাড়াও রাজ্য বিজেপি চাইছে প্রধানমন্ত্রীকে দিয়ে একটি রোড শো করাতে। দক্ষিণ কলকাতায় রোড শো করতে পারেন মোদি। আগামী ২৩ এপ্রিল কলকাতায় মোদিকে দিয়ে রোড শো করাতে বদ্ধপরিকর রাজ্য বিজেপি। যদিও পিএমও থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও সম্মতি দেওয়া হয়নি। আগামী ১ এপ্রিল থেকে রাজ্যের একাধিক জায়গায় যেমন, জয়নগর, উলুবেড়িয়া, আরামবাগ, কোচবিহার, সোনারপুর, শিলিগুড়ি, কল্যাণী, বর্ধমান, বারাসত, কৃষ্ণনগর, গঙ্গারামপুর, মুর্শিদাবাদ, আসানসোল, মালদহ ও দক্ষিণ কলকাতায় প্রধানমন্ত্রীর নির্বাচনী কর্মসূচি রয়েছে বলে জানা গিয়েছে। আগামী ১ এপ্রিল উলুবেড়িয়ার বীরশিবপুরে আইআইএমএস কলেজ গ্রাউন্ডে জনসভা করবেন মোদি।