ভারত ও পাকিস্তানের মধ্যে থাকা যাবতীয় সমস্যা সমাধানে প্রয়োজন দুই দেশের মধ্যে সুস্থ সম্পর্ক ৷ যা উভয়পক্ষের জন্য গঠনমূলক তথা ফলাফলদায়ক হতে পারে ৷ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান ৷গত সপ্তাহে লেখা মোদির চিঠির উত্তর দিলেন ইমরান ৷ পাকিস্তান দিবসের শুভেচ্ছা জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন নরেন্দ্র মোদি ৷ চিঠিতে উল্লেখ করেছিলেন, পাকিস্তানের সঙ্গে সুস্থ সম্পর্ক আশা করে ভারত, তবে তার জন্য চাই পারস্পারিক বিশ্বাসের পরিবেশ, সন্ত্রাসমুক্ত আবহাওয়া ৷ সেই চিঠির উত্তরে মোদিকে পাল্টা শুভেচ্ছা জানিয়ে ইমরান লিখেছেন, পাকিস্তানের মানুষও ভারত সহ সমস্ত প্রতিবেশীর সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক চায় ৷ চিঠিতে পাক প্রধানমন্ত্রী ইমরান খান লিখেছেন, “ভারত-সহ প্রতিটি প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গেই শান্তিপূর্ণ সহাবস্থান চায় পাকিস্তানের নাগরিকেরা । দক্ষিণ এশিয়ার দেশগুলির নিজেদের মধ্যে সম্পর্ক ভালো থাকলে তবেই ভারত ও পাকিস্তানের মধ্যে সমস্ত ইস্যুর সমাধান করা সম্ভব । যার মধ্যে অন্যতম জম্মু ও কাশ্মীর সমস্যা । ” এইসঙ্গে করোনা মহামারীর সঙ্গে ভারতীয়দের লড়াইকেও অভিনন্দন জানিয়েছেন ইমরান।