জেলা

হলদিয়ায় শান্তিপূর্ণ ভোটের জন্য পাঠানো হল প্রবীণ ত্রিপাঠীকে

পূর্ব মেদিনীপুরের হলদিয়া মহকুমায় শান্তিপূর্ণ ভোটের জন্য বিশেষ দায়িত্ব দিয়ে পাঠানো হল দুঁদে পুলিশ আধিকারিক প্রবীণ কুমার ত্রিপাঠীকে। বুধবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাঁকে অবিলম্বে হলদিয়ায় পৌঁছে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। ২০০৪ সালের ক্যাডারের আইপিএস প্রবীণ কুমার ত্রিপাঠী বাংলার পুলিশ মহলে ‘দাবাং’ অফিসার হিসেবেই পরিচিত। ঝাড়গ্রাম সহ একাধিক জেলার পুলিশ সুপারের দায়িত্ব নিরপেক্ষ ও দক্ষতার সঙ্গেই সামাল দিয়েছিলেন। সবচেয়ে বিষ্ময়ের হল, গত বছর ডায়মন্ডহারবার যাওয়ার পথে বিজেপির সর্বভারতীয সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার পরেই অমিত শাহের নেতৃত্বাধীন স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্যের যে তিন আইপিএস অফিসারের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিতে উঠেপড়ে লেগেছিল, তাদের মধ্যে অন্যতম ছিলেন প্রবীণ কুমার ত্রিপাঠী। তাঁকে প্রথমে দিল্লিতে কেন্দ্রীয় ডেপুটেশনের জন্য ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছিলেন বিজেপি বান্ধব হিসেবে পরিচিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা। যদিও স‍ত্‍ ও কর্মঠ অফিসার হিসেবে পরিচিত প্রবীণ ত্রিপাঠীর পাশে সেই সময়ে দাঁড়িয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী তিন আইপিএস আধিকারিককে নিয়ে কেন্দ্র বনাম রাজ্য সরকারের সঙ্ঘাত তুঙ্গেও উঠেছিল।