জেলা

শুভেন্দুর ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীর পাশাপাশি আরও ৩০জন মহিলা সিআরপিএফ মোতায়েন

বৃহস্পতিবার নন্দীগ্রামে ভোটগ্রহণের আগে নিরাপত্তা বাড়ল শুভেন্দু অধিকারীর। তাঁর ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীর পাশাপাশি রয়েছে কেন্দ্রীয় বাহিনী। এর পরও তাঁকে ঘিরে থাকবে ৩০ মহিলা নিরাপত্তা রক্ষী। রাত পোহালেই মহারণ নন্দীগ্রামে। সম্মুখসমরে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি এবং তাঁর ‘‌পুরনো সৈনিক’‌ শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই গোটা কেন্দ্র জুড়ে টহল দেওয়া শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। বুধবারই নন্দীগ্রামে জারি হয়েছে ১৪৪ ধারা। ভোট গ্রহণ ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুরোদমে চলছে নাকা চেকিং। নির্বাচনের কারণে শুভেন্দুর নিরাপত্তাও বাড়ানো হল। বিজেপি প্রার্থীর নিরাপত্তা বলয়ে নিয়োগ করা হল ৩০ জন মহিলা সিআরপিএফ–কে।  মমতা সরকারের মন্ত্রিসভা থেকে ইস্তফা দেওয়ার পর রাজ্যের ‘‌জেড প্লাস’‌ নিরাপত্তা ছেড়ে দিয়েছিলেন শুভেন্দু। তার পর বিজেপিতে যোগদানের পরই তাঁকে জেড ক্যাটাগরির নিরাপত্তা উপহার দেয় কেন্দ্রের মোদি সরকার। সেই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সেই নিরাপত্তাই এবার আরও বাড়ানো হল। বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ার পর ভোট প্রচারে নন্দীগ্রামে এসে একাধিকবার বিক্ষোভের মুখে পড়তে হয়েছে শুভেন্দুকে। তাঁকে ঘিরে বিক্ষোভের সামনের সারিতে প্রতিবারই দেখা গিয়েছিল মহিলাদের। কালো পতাকা, ঝাঁটা–লাঠি হাতে। সূত্রের খবর, ভোটগ্রহণের দিন তাঁকে ঘিরে মহিলারা যাতে বিক্ষোভ দেখাতে না পারেন, তার জন্যই মহিলা নিরাপক্ষা রক্ষীদের নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।