তৃণমূল কেন্দ্রীয় বাহিনী বিরুদ্ধে বারংরার অভিযোগ তোলার পর নড়ে চড়ে বসলো কমিশন। সূত্রের খবর, প্রিসাইডিং অফিসারের অনুমতি ছাড়া বুথে ঢুকতে পারবে না কেন্দ্রীয় বাহিনী বা পুলিস। এই সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন । ইতিমধ্যেই এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসার বিএসএফের এডিজি অশ্বিনী কুমার সিংকে। দ্বিতীয় দফার ভোটের দিন, গতকাল একাধিক জায়গায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ উঠেছে। ভোটারদের প্রভাবিত করা থেকে পরিচয়পত্র দেখতে চেয়েছিলেন বলেও অভিযোগ। এহেন অভিযোগ আসার পর নির্বাচন কমিশন জানিয়ে দিল, জওয়ানরা পরিচয়পত্র দেখবেন না। সেই দায়িত্ব ফাস্ট পোলিং অফিসারের।