বিদেশ

আরও ৪টি দেশ থেকে আসা বিদেশি যাত্রীদের উপর নিষেধাজ্ঞা জারি করল ব্রিটেন

আরও চারটি দেশ থেকে আসা বিদেশি যাত্রীদের উপর নিষেধাজ্ঞা জারি করল ব্রিটেন। অর্থাত্ সংশ্লিষ্ট দেশগুলি থেকে কাউকে ব্রিটেনে প্রবেশ করতে দেওয়া হবে না। তবে ব্রিটেন ও আয়ারল্যান্ডের নাগরিকদের জন্য এই নির্দেশ জারি হচ্ছে না। দেশে ফেরার পর তাঁদের বাধ্যতামূলকভাবে ১০দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। ‘রেড লিস্ট’-এ অন্তর্ভুক্ত দেশগুলি হল বাংলাদেশ, কেনিয়া, পাকিস্তান ও ফিলিপিন্স। বরিস জনসন সরকার সূত্রে খবর, করোনা সংক্রমণ বাড়ছে। এই পরিস্থিতিতে ইতিমধ্যেই আফ্রিকা, পশ্চিম এশিয়া ও দক্ষিণ আফ্রিকার একাধিক দেশ থেকে আগত যাত্রীদের উপর নিষেধোজ্ঞা জারি হয়েছে। এর মধ্যে যুক্ত হল আরও চার দেশ। এদিকে, অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নিয়ে আতঙ্ক ক্রমশ বাড়ছে। ব্রিটেন জানিয়েছে, টিকা নেওয়ার পর নতুন করে ২৫ জন রক্ত জমাট বাঁধার বিরল রোগে আক্রান্ত হয়েছেন। এই তথ্য প্রকাশ্যে আসতেই ইউরোপের বেশ কয়েকটি দেশ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। ব্রিটেনের ওষুধ ও স্বাস্থ্যসামগ্রী নিয়ামক সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, এই নিয়ে আতঙ্কের কিছু হয়নি। পরিসংখ্যান বলছে, ২৪ মার্চ পর্যন্ত মোট ১ কোটি ৮১ লক্ষ টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে রক্ত জমাট বাঁধার বিরল রোগে আক্রান্ত হয়েছেন মাত্র ৩০ জন।  2021-04-03 09:20:00