বিদেশ

করোনার জেরে ফের এক সপ্তাহের জন্য লকডাউন বাংলাদেশে

করোনার দাপট ক্রমশই বাড়ছে। করোনা সংক্রমণের দ্বিতীয় পর্যায়ে পরিস্থিতি এতটাই উদ্বেগজনক হয়ে উঠছে  যে এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করে দিল বাংলাদেশ । আগামী ৫ এপ্রিল থেকে টানা ৭ দিনের জন্য লকডাউন থাকবে বাংলাদেশ, ঘোষণা করল শেখ হাসিনা প্রশাসন।তবে লকডাউনের সময় জরুরি পরিষেবা চালু থাকবে। পাশাপাশি কলকারখানাও খোলা থাকবে। কর্মীদের অবশ্য করোনা সংক্রান্ত সুরক্ষাবিধি মেনে বিভিন্ন শিফটে কাজ করতে হবে।  জনপ্রশাসনের রাষ্ট্রমন্ত্রী ফারহাদ হোসেন বলেন, ‘এবারের লকডাউনের সময় প্রতিটি অফিস এবং আদালত বন্ধ থাকবে। কিন্তু ঘুরিয়ে-ফিরিয়ে কাজ চালিয়ে যেতে পারবে কলকারখানাগুলি।’ কিন্তু কলকারখানা বন্ধ থাকবে না কেন? জবাবে ফারহাদ বলেন, ‘আমরা যদি কলকারখানা বন্ধ রাখি, তাহলে কর্মক্ষেত্র থেকে কর্মীদের বাড়ি চলে যেতে হতে পারে।’