জেলা

‘দিদির মন্দির ভালো লাগে না, দুর্গাপুজোও ভালো লাগে না’, মমতাকে কটাক্ষ যোগীর

তৃতীয় দফার আগে শেষ রবিবাসরীয় প্রচারে ফের রাজ্যে সভা করলেন যোগী আদিত্যনাথ। আরামবাগের খানাকুলে এদিন তৃণমূলকে কটাক্ষ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বাম জমানার অবসান ঘটলেও বাংলায় নৈরাজ্য দূর হয়নি। তৃণমূলের গুন্ডাদের দৌরাত্ম্যে অতিষ্ঠ পশ্চিমবঙ্গবাসী। বাংলায় অরাজকতা চলছে। পাশাপাশি যোগীর অভিযোগ, বিজেপির কার্যকর্তাদের হত্যা করছে তৃণমূল। সুদর্শন প্রামাণিককেও হত্যা করছে তৃণমূল। আরও একধাপ এগিয়ে মমতাকে কটাক্ষ করে যোগী বলেন, দিদির মন্দির বানানো পছন্দ নয়। এমনকি তিনি দুর্গাপূজোও পছন্দ করেন না। পাশাপাশি বিজেপি ক্ষমতায় এলে কর্মসংস্থান হবে, প্রতিশ্রুতি যোগী আদিত্যনাথের। তিনি বলেন, বিজেপি বাংলায় ক্ষমতায় এলে যুবদের রোজগার হবে। মহিলারা নিরাপদে থাকবে। কৃষক কল্যাণেও বিজেপি সরকার সাহায্য করবে বলে প্রতিশ্রুতি দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। এর জন্য তাঁর দাবি, বাংলায় ডবল ইঞ্জিন সরকার।