ফের লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৯৩হাজার ২৪৯। গত ১৯ সেপ্টেম্বর আক্রান্তের সংখ্যা ছিল ৯৩ হাজার ৩৩৭। তার পর থেকে আক্রান্তের সংখ্যা এতটা বাড়েনি। এরকম এক অবস্থায় দেশে করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে এক উচ্চ পর্যায়ের বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রে খবর, ওই বৈঠকে ছিলেন মন্ত্রিসভার অধিকাংশ সচিব, প্রধানমন্ত্রীর দফতরের প্রধান সচিব, স্বাস্থ্য সচিব ও নীতি আয়োগের সদস্য বিনোদ পল। দেশে যে ভাবে সংক্রমণ বাড়ছে তাতে সংক্রমণ কীভাবে রোখা যায়, গত বছরের মতো ফের কোনও কড়া পদক্ষেপ নিতে হয় কিনা তা নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি ভ্যাকসিন দেওয়ার গতি বাড়ানো যায় কিনা তা নিয়েও কথা হয়েছে।