কয়লা পাচার চক্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের কাঠগড়ায় তুললেন শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও দায় এড়াতে পারেন না এই দুর্নীতির। শুভেন্দুর অভিযোগ, ৯০০ কোটি টাকা ভাইপোর কাছে গিয়েছে। যুব তৃণমূলের সাধারণ সম্পাদক বিনয় মিশ্র, বিকাশ মিশ্র, অনুপ মাজি-সহ অনেকে পুলিশের একাংশকে নিয়ে এই চক্র চালাতেন। শুভেন্দু অভিযোগ করেন, বিনয় মিশ্রের সঙ্গে যোগসূত্র কিছুতেই এড়াতে পারে না তৃণমূল। আমি যখন তৃণমূল যুব কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলাম, তখন আমাকে আটকানোর জন্য যুবা সংগঠন তৈরি করা হয়েছিল তৃণমূলে। যা একেবারেই অবাস্তব। কোনও রাজনৈতিক দলে দুটি যুব সংগঠন দেখা যায় না। মাননীয় ভাইপো ২০১৩ সালে বিনয় মিশ্রকে যুবার দায়িত্বে এনেছিলেন। শুভেন্দু বলেন, ভাইপোই হল তৃণমূলের অলিখিত সেকেন্ড ইন কম্যান্ড। তিনি পুলিশ প্রশাসনকে কন্ট্রোল করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে নবান্নকে কাজে লাগিয়ে তিনি পুলিশের মাধ্যমে এই ব়্যাকেট চালিয়ে গিয়েছেন। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও দায় এড়াতে পারেন না। এই দুর্নীতির ইতি টানা দরকার।