অবশেষে প্রথম কালবৈশাখীর আবির্ভাব হল কলকাতা। পূর্বাভাস ছিলই। দক্ষিণবঙ্গের আট জেলায় বইবে এই ঝড়। আগামী কয়েকঘণ্টার মধ্যে দক্ষিণ ২৪ পরগনার কোনও কোনও অঞ্চলে হালকা ও মাঝারি বৃষ্টিরপাতের আশঙ্কার কথাও জানানো হয়েছিল। বলা হয়েছিল এই সময়ে সকলে যেন নিরাপদ আশ্রয়ে থাকেন এবং বজ্রপাতের সময়ে রাস্তায় না বেরনোই ভাল। পূর্বাভাস মতোই অবশেষে শহরে ঢুকল মরসুমের প্রথম কালবৈশাখী। এর জেরে কলকাতা সহ পাশ্বর্তী অঞ্চলেও হয়েছে অল্প ঝড়-বৃষ্টি। অন্যদিকে আজ সন্ধ্যা নামতেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টি হয়। নদিয়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, দুই পরগনা-সহ বিভিন্ন জেলায় আকাশ কালো করে বর্ষণ শুরু হয়। সঙ্গে বইতে থাকে ঝোড়ো হাওয়া। কিছুটা পর থেকেও কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় ঝোড়া হাওয়া বইতে শুরু করে। শুরু হয় বৃষ্টি। গড়িয়ার মতো কয়েকটি জায়গায় শিলাবৃষ্টিও হয়েছে। তার ফলে বছর শেষের তপ্ত বাংলায় যে নাভিঃশ্বাস উঠছিল, তা থেকে কিছুটা রেহাই পেয়েছেন রাজ্যবাসী। তবে সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হবে না। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামীকাল সকাল থেকেই আবার তাপমাত্রার বারদ বাড়তে থাকবে।