বিনোদন

প্রয়াত বলিউডের কিংবদন্তী অভিনেত্রী শশীকলা ওম প্রকাশ সেহগাল

প্রয়াত বলিউডের কিংবদন্তী অভিনেত্রী শশীকলা ওম প্রকাশ সেহগাল। মুম্বইয়ের কোলাবায় শেষনিঃশ্বাস ত্যাগ করলেন বলিউডের প্রবীণ অভিনেত্রী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। আরও একজন ‘গ্র্যান্ড মা’- কে হারাল বলিউড। শোকের ছায়া বলিউডে। একশোরও বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি। ১৯৩২ সালের অগস্টে শশীকলার জন্ম। মহারাষ্ট্রের শোলাপুরে জন্ম তাঁর। খুব ছোটবেলা থেকেই পরিবারকে সাহায্য করার জন্য অভিনয় শুরু করেন তিনি। ডাকু, রাস্তা ও কভি খুশি কভি গম সিনেমায় দর্শকের মন কেড়েছিলেন এই কিংবদন্তী অভিনেত্রী। প্রিয়াঙ্কা চোপড়া, অক্ষয় কুমার ও সলমান খান অভিনীত মুঝসে শাদি কারোগি সিনেমাতেও অভিনয় করেছিলেন। ১৯৫৩ সালে তিন বাত্তি চার রাস্তা সিনেমা দিয়ে বলিউডে প্রথম পা রাখা। তারপর ১৯৬৮ সালে তিন বহুরানিয়া। এছাড়া আয়ে মিলন কি বেলা, গুমরা, সুজাতা, ‘নীল আকাশ’, ‘ছোটি সি মুলাকাত’, ‘বাদশা’, ও আরতি সিনেমাতেও তিনি দাপিয়ে অভিনয় করেছেন। ‘খুবসুরত’, ‘অনুপমা’ ও আরও অনেক হিন্দি সিনেমায় তাঁর অভিনয় থেকে যাবে। সোনপরী ও জিনা ইসি কা নাম হ্যায়ের মতো জনপ্রিয় টিভি শোতে নিজের প্রতিভার ছাপ ফেলেছিলেন। সিনেমা ও টেলিভিশন উভয় ক্ষেত্রেই জনপ্রিয়তা লাভ করেন তিনি। ৯০-এর দশকে বলিউডে কামব্যাক করেন তিনি। বেশিরভাগ ছবিতেই পার্শ্ব চরিত্রে অভিনয়। পরবর্তীকালে হয়ে ওঠেন বলিউডের ফেভারিট ‘ঠাকুমা’। ২০০৭ সালে ভারতীয় সিনেমায় বিপুল অবদানের জন্য তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়। ২০০৯ সালে ভি শান্তারাম অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শশীকলাকে লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার দেওয়া হয়।