দেশ

মহারাষ্ট্রে জারি ১৪৪ ধারা, রাতে কারফিউ, সপ্তাহান্তে লকডাউন

গত ১৪ দিন ধরে দেশে রোজ যত জন আক্রান্ত হচ্ছেন, তার ৫৭ শতাংশই মহারাষ্ট্রে। আর রোজ যত জন মারা যাচ্ছেন, তার ৪৭ শতাংশ এই রাজ্যেই। রবিবার শুধু মুম্বইতেই আক্রান্ত হয়েছেন ১১ হাজার জন। শনিবার একদিনে এই রাজ্যে নতুন আক্রান্ত ৫০ হাজারের বেশি। শুক্রবার সংখ্যাটা ছিল ৪৮ হাজারের বেশি। এবার তাই করোনা রুখতে আরও কড়াকড়ি শুরু করল মহারাষ্ট্র প্রশাসন। মহারাষ্ট্রে করোনা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য কেন্দ্রীয় দল পাঠাচ্ছে কেন্দ্রীয় সরকার। আগামী কাল থেকে জারি বিশেষ নির্দেশিকা –

🔴 শুক্রবার রাত ৮টা থেকে সোমবার সকাল ৭টা পর্যন্ত রাজ্যে জারি লকডাউন
🔴 রোজ রাত ৮টা থেকে পরের দিন সকাল ৭টা পর্যন্ত কারফিউ
🔴 বন্ধ থাকবে শপিং মল, রেস্তোরাঁ, পানশালা, ধর্মীয় স্থান
🔴 খোলা থাকবে শুধুই জরুরি পরিষেবা, হোম ডেলিভারি
🔴 তবে নির্মাণ এবং শিল্পের কাজ চলবে
🔴 এক জায়গায় পাঁচ জনের বেশি জড়ো হতে পারবেন না
🔴 সপ্তাহান্তে জরুরি পরিষেবা ছাড়া সব বন্ধ
🔴 সবজির বাজারে ভিড় নিয়ন্ত্রণ করতে নতুন বিধি
🔴 ভিড় ছাড়া সিনেমার শ্যুটিং চলবে, তবে বন্ধ থিয়েটার
🔴 গণ পরিবহনে মোট ক্ষমতার ৫০ শতাংশ যাত্রী তোলা যাবে
🔴 রবিবার মন্ত্রিসভার সঙ্গে জরুরি বৈঠকের পর এই সিদ্ধান্ত জানিয়েছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে
🔴 পুনেতেও জারি নাইট কারফিউ