জেলা

‘সকাল থেকে ১০০টা এফআইআর করেছি, সুজাতা- নাজবুলের উপর হামলা’, কমিশনকে তোপ মমতার

“খানাকুল এবং আরামবাগে প্রার্থীর উপর হামলা হয়েছে। ক্ষমতার অপব্যবহার করছে কেন্দ্রীয় বাহিনী। সকাল থেকে আমি ১০০টা এফআইআর করে ফেলেছি। আপনারাও কোথাও কোনও অভিযোগ পেলে ওই জায়গার কম্যান্ড্যান্টের বিরুদ্ধে এফআইআর করুন।” আলিপুরদুয়ারের কালচিনির সভা থেকে তৃতীয় দফার ভোটগ্রহণ নিয়ে কমিশনকে কড়া আক্রমণ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়। কালচিনির সভায় মমতা তোপ দাগেন, আইন-শৃঙ্খলা, পুলিস প্রশাসন এখন সবটাই কমিশন নিয়ে নিয়েছে। কমিশন যদি এত ভালো হয়, তিন দফার ভোটে এখনও পর্যন্ত ৭-৮টা খুন কেন হল? প্রশ্ন তুলেছেন তিনি। পাশাপাশি, তোপ দাগেন, ‘গুলি-বন্দুকের ভোট’ হচ্ছে। একইসঙ্গে, দরকারে স্থানীয় ক্লাবগুলোকে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি। বলেন, “তৃণমূল ঢুকবে না, শুধু বিজেপি ঢুকবে? এলাকার ক্লাবগুলোকে বলব, ভয় না পেয়ে ব্যবস্থা নিতে।”