জেলা

শীতলকুচিতে বাহিনীর গুলি চালনোর ঘটনায় পাল্টা মমতাকে কাঠগড়ায় তুললেন মোদি, ৫ জনের মৃত্যুতে দুঃখপ্রকাশ প্রধানমন্ত্রীর

চতুর্থ দফার ভোটের দিনই প্রচার করতে শিলিগুড়ি পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সভা থেকে একাধিক বাক্যবাণে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধেছেন। পাশাপাশি কোচবিহারে পাঁচ জনের মৃত্যুর ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেন মোদি। মৃত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মোদি বলেছেন, ‘ এই ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিক নির্বাচন কমিশন। যত বিজেপির পক্ষে ভোট পড়ছে ততই দিদি ও তাঁর দলের গুন্ডাদের মনে ভীতি বাড়ছে। কিন্তু দিদি এইভাবে আর বেশিদিন টিকে থাকতে পারবেন না আপনি।’ মোদি এদিন আরও জানান, ‘ দিদির সন্ত্রাস লোকে দেখে নিয়েছে। তাই এবার বিজেপিকে ভোট দেবে। বাংলায় তোলাবাজি ও তুষ্টিকরণের সরকার যাবে, আসল পরিবর্তন আসবে। বাংলায় আর ছাপ্পা ভোট হচ্ছে না, তাই দিদি রেগে যাচ্ছে। দিদি এখানে শেখাচ্ছেন কীভাবে কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে রাখতে হয়। কীভাবে তাদের মারধর করতে হয়। দিদি, দেশের কেন্দ্রীয় বাহিনী মাওবাদী, সন্ত্রাসবাদীদের ভয় পায়না, তাহলে আপনার গুন্ডাদের ভয় পাবে কেনো?’ শিলিগুড়ি জনসভা থেকে প্রধানমন্ত্রী আরও জানান, ‘ দিদি বারবার বলেন আমার সভায় নাকি টাকা নিয়ে মানুষ আসে। আমি সভায় সবার কাছ থেকে জানতে চাই আপনারা টাকা নিয়ে এই সভায় আসেন? দিদি মিথ্যে কথা বলেন। দিদি আপনার তোলাবাজি নেতাদের মতো লোভী নয় এই মানুষেরা নিজের ইচ্ছায় সভায় আসেন।’