আগামী ৭২ ঘণ্টায় কোচবিহারে যেতে পারবেন না কোনও রাজনৈতিক নেতা-নেত্রীরা ৷ কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ঝরেছে ৪টি প্রাণ ৷ ঘটনার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল কোচবিহার যাওয়ার কথা ঘোষণা করেন ৷ কথা ছিল নিহতদের পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দেবেন মমতা ৷ কিন্তু নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞার জেরে কোচবিহারের ঢুকতে পারবেন না তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নির্বাচন কমিশনের এই নিষেধাজ্ঞা নিয়ে টুইট করেছেন সদ্য তৃণমূলের পা রাখা প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী যশবন্ত সিনহা ৷ তাঁর অভিযোগ, কোচবিহারে মমতার যাওয়া আটকাতে এই নির্বাচন কমিশনের এই পদক্ষেপ ৷ তিনি লিখেছেন, “নির্বাচন কমিশন যে নিরপেক্ষ নয় এই বিষয়ে আমরা আগে থেকেই নিশ্চিত ছিলাম ৷ এভাবে মমতাকে কোচবিহারে যেতে বাধা দিল কমিশন ৷ তিনি এখনও বাংলার মুখ্যমন্ত্রী ৷ এবং দুর্ঘটনাস্থলে যাওয়াটা তাঁর কর্তব্যের মধ্যে পড়ে ।”