‘সিআরপিএফকে বলে দেব, গুলি যেন বুক লক্ষ্য করে যায়’। শনিবার চতুর্থ দফার ভোটে শীতলকুচির ঘটনার পর বিজেপি নেতা সায়ন্তন বসুর ভাষণের একটি অংশ ভাইরাস সোশ্যাল মিডিয়ায়। ওই ভিডিওতে সায়ন্তন বসুকে কেন্দ্রীয় বাহিনীকে বুক লক্ষ্য করে গুলি চালানোর নির্দেশ দিতে যাচ্ছে। যা নিয়ে ইতিমধ্যেই জোর বিতর্ক শুরু হয়েছে বঙ্গ রাজনীতিতে। শনিবার শীতলকুচির জোড়াপাটরায় কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ৪ সাধারণ ভোটারের মৃত্যুর ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। গোটা ঘটনায় কেন্দ্রের বিজেপি সরকার, কেন্দ্রীয় বাহিনী এবং নির্বাচন কমিশনের ঘাড়েই দোষ চাপিয়েছে শাসক দল তৃণমূল। পাল্টা বিজেপির পক্ষ থেকে দাবি, তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির উস্কানিমূলক ভাষণের কারণেই ওই ঘটনা ঘটেছে। অভিযোগ পাল্টা অভিযোগের মাঝে সায়ন্তনের ভাষণের ওই ভিডিও নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। যদিও ভিডিও ঠিক কবেকার, তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। ভিডিওতে বিজেপি নেতাকে বলতে শোনা গেছে, ‘সিআরপিএফ-কে বলে দেব গুলি যেন বুক লক্ষ্য করে যায়। গুলি যেন পা লক্ষ্য করে না যায়। পুলিশকে থানার মধ্যেই আটকে রেখে দেব। থানার বাইরে বের করতে দেব না। নিশ্চিন্তে থাকুন। ভোটের সময় এই ভ্যবলা পুলিশ শুধু প্যারেড করবে। এমন বাড়াবাড়ি দেখানো হবে যাতে দৌড়াদৌড়ি তো দূরের কথা, এখন যাবে দৌড়ে আর ফিরবে খাটিয়াতে করে। সেই ব্যবস্থা আমরা করে দেব।’ যদিও বঙ্গনিউজ ভিডিওটির সত্যতা যাচাই করেনি। ভবানিপুরের তৃণমূল প্রার্থী তথা বিদায়ী বিদ্যুত্মন্ত্রী শোভনদেব চ্যাটার্জি বলেন, ‘বিজেপির নির্দেশেই কমিশন এবং কেন্দ্রীয় বাহিনী পরিকল্পিতভাবে গোটা ঘটনা ঘটিয়েছে। ভাইরাল ভিডিওতে তাই স্পষ্ট হয়ে গেল।’