কোচবিহারের শীতলকুচি নিয়ে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব এখনও চুপ। কিন্তু বাংলার মাটিতে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। অধীর রঞ্জন চৌধুরী কলকাতার চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থীর প্রচারে শীতলকুচির ঘটনা নিয়ে আক্রমণ শানালেন নির্বাচন কমিশনকে। সোজাসুজি শুনিয়ে দিলেন কমিশনের উপর আস্থা নেই বাংলার মানুষের। অধীর চৌধুরী বলেন, বাংলার মানুষ এই নির্বাচন কমিশনকে বিজেপির কমিশন বলে মনে করে। এই কমিশনের উপর কোনও আস্থা নেই, কোনও বিশ্বাসও নেই। আমি চাই নির্বাচন কমিশন শীতলকুচির ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত করে যাদের কারণে পাঁচজনের মৃত্যু হয়েছে, তাঁদের অবিলম্বে শাস্তির দাবি করলেন অধীর চৌধুরী।