দেশ

সুপ্রিম কোর্টের ৫০ শতাংশ কর্মীই করোনা আক্রান্ত, আপাতত ভিডিও কনফারেন্সের মাধ্যমে চলবে শুনানি

করোনার হানা এবার সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের ৫০ শতাংশ কর্মীই করোনা আক্রান্ত।  কোর্ট রুম সহ গোটা সুপ্রিম কোর্ট চত্বর স্যানিটাইজ করা হচ্ছে। বন্ধ রয়েছে শীর্ষ আদালত। সূত্রের খবর, আপাতত বাড়ি থেকেই ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে সমস্ত মামলার শুনানি চালানোর সিদ্ধান্ত নিয়েছেন শীর্ষ আদালতের বিচারপতিরা। ইতিমধ্যেই আদালত চত্বর, সমস্ত ঘরে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে। এছাড়াও নির্ধারিত সময়ের থেকে ঘণ্টাখানেক পরেই সিঙ্গল ও ডিভিশন বেঞ্চের মামলাগুলির শুনানি শুরু হবে।