কলকাতা

২৪ ঘণ্টার জন্য দিলীপ ঘোষের প্রচারে নিষেধাজ্ঞা কমিশনের

এবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের প্রচারের উপর ২৪ ঘণ্টার জন্য নিষেধাজ্ঞা আরোপ করল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টা থেকে কাল শুক্রবার সন্ধ্যা ৭ টা পর্যন্ত কোনও প্রচার করতে পারবেন না দিলীপবাবু। শুধু তা নয়, এরই পাশাপাশি তাঁকে সতর্কও করেছে নির্বাচন সদন। শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলি চালনা নিয়ে তীব্র মন্তব্য করেছিলেন দিলীপ ঘোষ। তিনি বলেছিলেন, ভোটের দিন বুথের কাছে কেউ দুষ্টুমি করলে ফের শীতলকুচির তো ঘটনা ঘটবে। রাজ্য বিজেপি সভাপতির সেই মন্তব্য নিয়ে রাজ্য রাজনীতিতে সমালোচনা হয়েছিল। কমিশন তাদের পর্যবেক্ষণে জানিয়েছে, দিলীপবাবুর মন্তব্য ছিল খুবই উত্তেজক এবং প্ররোচনামূলক। আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচন প্রক্রিয়ার উপর তা নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সেই কারণেই আদর্শ আচরণ বিধির ধারা অনুযায়ী তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।