দেশ

নিট-এর মেডিক্যাল এন্ট্রান্স পরীক্ষা পিছিয়ে দিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক

নিট-এর মেদিক্যাল এন্ট্রান্স পরীক্ষার দিন পিছোল। আগামী রবিবার হওয়ার কথা ছিল এই প্রবেশিকা পরীক্ষা। কিন্তু সংক্রমণের বাড়বাড়ন্তে পেছতে হল তা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন বৃহস্পতিবার টুইট করে একথা জানালেন। পরীক্ষার পরবর্তী দিনক্ষণ পরে জানানো হবে বলেও জানিয়েছেন তিনি। কোভিড পরিস্থিতিতে ঝুলে রয়েছে প্রায় ১.৭ লক্ষ ডাক্তারি পড়তে চাওয়া ছাত্রছাত্রীদের ভাগ্য। তবে দেশজুড়ে যেভাবে সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে, তাতে এই সিদ্ধান্ত নিঃসন্দেহে বিচক্ষণতার পরিচয়। স্বাস্থ্যমন্ত্রী তাঁর টুইটে সে কথাই তুলে ধরলেন। ভবিষ্যতের চিকিত্‍সকদের সুস্থ থাকার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত, জানিয়েছেন তিনি। তবে এই সিদ্ধান্ত একেবারেই বিতর্কহীন তা বলা যাবে না। একদল ছাত্র-চিকিত্‍সক সুপ্রিম কোর্টে এই পরীক্ষা পিছোনোর আবেদন করেছিলেন। মুখ্য বিচারপতি এসএ বোবদের বেঞ্চে ১৬ এপ্রিল এই মামলার শুনানি চলবে।