কলকাতা

বাড়ছে করোনা, কমিশনকে বাকি নির্বাচন একদিনে করার আর্জি জানিয়ে টুইট মুখ্যমন্ত্রীর

দেশে লাফিয়ে লাফিতে বাড়ছে করোনা সংক্রমন। গত ২৪ ঘন্টায় ২ লক্ষ পার হল। করোনার ঊর্ধ্বগামী গ্রাফের কথা মাথায় রেখে বিধানসভা নির্বাচনের পরবর্তী সবকটি দফা একবারে সম্পন্ন করার আর্জি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ টুইট করে এই আবেদন করেন মমতা ৷ আজ সকাল থেকেই জল্পনা ছড়িয়ে পড়ে যে শেষ তিন দফার নির্বাচন একদিনে করাতে চলেছে নির্বাচন কমিশন ৷ যদিও সেই জল্পনায় জল ঢালে নির্বাচন কমিশন ৷ বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়, তাঁদের এইরকম কোনও পরিকল্পনা নেই ৷ এই পরিস্থিতিতে আজ একটি টুইট করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে তিনি লেখেন, ‘‘ চলতি প্যানডেমিকের কথা ভেবে আমরা প্রথম থেকে নির্বাচন কমিশনের আট দফায় নির্বাচন করানোর সিদ্ধান্তের দৃঢ়তার সঙ্গে বিরোধিতা করেছিলাম ৷ বর্তমানে কোভিডের এই বিশাল ঊর্ধ্বমুখী গ্রাফের কথা ভেবে আমি কমিশনের কাছে আর্জি করছি বাকি সবকটি দফা একসঙ্গে করাতে ৷ এতে সংক্রমণ ছড়ানো আটকানো যাবে ৷’’ তবে আগেই কমিশনের তরফে জানানো হয়, একদিনে নির্বাচন করানোর কোনও পরিকল্পনা কমিশনের নেই ৷ যদিও কমিশনের তরফে একটি সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে ৷ সেখানে করোনাবিধি নিয়ে আলোচনা হতে পারে বলে সূত্রের খবর ৷