কলকাতা

মমতাকেই ফের মুখ্যমন্ত্রী দেখতে চান সোমেন মিত্রের স্ত্রী

বিধানসভা নির্বাচনে মমতাই জিতছেন। তাঁকেই ফের মুখ্যমন্ত্রী দেখতে চাই। জানালেন প্রয়াত প্রদেশ কংগ্রেস নেতা সোমেন মিত্রের স্ত্রী শিখা মিত্র। একই সঙ্গে, ‘ছোড়দা’র প্রতি সম্মান জানানোয় মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানিয়েছেন শিখা। পয়লা বৈশাখ উত্তর কলকাতায় নির্বাচনী প্রচারে বের হন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেলেঘাটা থেকে শুরু হয় পদযাত্রা। আমহার্স্ট স্ট্রিট এলাকা হয়ে বউবাজার পর্যন্ত যায় পদযাত্রা। হঠাৎই, ওই রাস্তার ৪৫ নম্বর বাড়ির সামনে থমকে দাঁড়ান তৃণমূল সুপ্রিমো। মিনিট পাঁচেক সেখানে দাঁড়িয়ে থাকেন। উল্লেখ্য, সেটি প্রয়াত প্রদেশ কংগ্রেস নেতা সোমেন মিত্রের পৈতৃক বাড়ি। বাড়ির সামনে থেকেই প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আমহার্স্ট স্ট্রিটের সকল বাসিন্দাদের শুভেচ্ছা ও প্রণাম। আমি ইচ্ছে করেই এখানে দাঁড়িয়েছি। এখানে সোমেন মিত্রের বাড়ি। আমাদের সঙ্গে তিনি দীর্ঘদিন কাজ করেছেন। আজ তিনি বেঁচে নেই। তাঁকে সম্মান ও শ্রদ্ধা জানাই। এই এলাকায় আমি আগেও কালীপুজোর সময় এসেছি। সোমেনবাবুর প্রতি শ্রদ্ধা জানানোর খবর পেয়ে স্ত্রী শিখা মিত্রের বক্তব্য, শুনে ভালো লাগল যে মমতা সোমেন মিত্রের আমহার্স্ট স্ট্রিটের বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন। ওকে সোমেনবাবু খুবই ভালোবাসতেন। স্নেহ করতেন। আমিও ওকে স্নেহ করি। ও আমায় বউদি বলে ডাকে। সোমেন মিত্রের প্রতি ওর শ্রদ্ধা রয়েছে। ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় প্রত্যাশা করছি। আবারও জিতে এসে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হোন এটাই চাই।