পয়লা বৈশাখের দিনে প্রকাশ্যে এল বহুপ্রতীক্ষিত ছবি ‘গোলন্দাজ’-এর টিজার। ভারতীয় ফুটবলের জনক কিংবদন্তি ফুটবলার নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর জীবন অবলম্বনে তৈরি ‘গোলন্দাজ’। মাত্র ১০ বছর বয়সে ময়দানে গোরা সৈন্যদের ফুটবল খেলা দেখে আকৃষ্ট হয়েছিলেন। খুব কম সময়ের মধ্যেই বাংলার অদ্বিতীয় সেন্টার ফরওয়ার্ড হিসাবে বিখ্যাত হয়েছিলেন। আইএফএ শিল্ড গঠনে উদ্যোক্তাদের মধ্যে তিনি ছিলেন একমাত্র ভারতীয়। ইতিহাসের পাতা থেকে এমনই এক নায়ককে সিনেমার পর্দায় জীবন্ত করে তুলেছেন পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। তাঁর চরিত্রে প্রাণ প্রতিষ্ঠা করেছেন সুপারস্টার দেব। দেবের চেহারার গড়নের সঙ্গে অদ্ভুতরকমের সাদৃশ্য রয়েছে নগেন্দ্রপ্রসাদের। কাস্ট করার সময়েই সেকথা তাঁকে জানিয়েছিলেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়। তবে কিংবদন্তি ফুটবলারের শরীরী ভাষা আয়ত্ত করার জন্য বেশ খাটতে হয়েছে তারকাকে। ফুটবল খেলার ট্রেনিং থেকে গোল দেওয়ার টেকনিক সবটা শিখতে হয়েছে তাঁকে। চোটও পেয়েছেন প্রচুর। তাঁর সেই পরিশ্রমের ফল টিজারে লক্ষ্য করা যাচ্ছে। শহরের সবচেয়ে বড় স্ক্রিনে হল ছবির টিজার লঞ্চ অনুষ্ঠান। হাজির ছিলেন দেব, অনির্বাণ ভট্টাচার্য, ইশা সাহা, শ্রীকান্ত আচার্য , ইন্দ্রাশিস রায় সহ অন্যান্য অভিনেতারা। নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর স্ত্রী কমলিনীর চরিত্রে দেখা যাবে ইশা সাহাকে। কমলিনী ছিলেন শোভাবাজার রাজবাড়ির মেয়ে। কমলিনীর চরিত্রে দেবের সঙ্গে প্রথমবার জুটি বাঁধলেন ইশা। টিজারে তাঁর লুক একদম অন্যরকম। নগেন্দ্রপ্রসাদের জীবনে কমলিনীর অবদান অনস্বীকার্য। নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর ক্রীড়া জগতে অবদান অনস্বীকার্য। তাঁর জেদ, তাঁর নিষ্ঠা, স্বভাবে কর্তব্যপরায়ণ এই ব্যক্তির জীবন রূপকথার মতোই আসবে দর্শকের কাছে। ছবিতে স্বাধীনতা সংগ্রামী ভার্গবের চরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য। তিনিই এই ছবির গল্প বলবে, তবে তাঁর চরিত্রটি নিয়ে কিছুটা পরীক্ষা করেছেন পরিচালক। এছাড়াও জিতেন্দ্রর চরিত্রে অভিনয় করেছেন ইন্দ্রাশিস রায়। ছবিতে অভিনয় করেছেন সংগীতশিল্পী শ্রীকান্ত আচার্যও। নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারির বাবা সূর্যকুমার সর্বাধিকারীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। এছাড়াও রয়েছেন জন ভট্টাচার্য, জয়দীপ মুখোপাধ্যায়। বলিউডের আমেরিকান বংশোদ্ভূত অভিনেতা অ্যালেক্স ও’নিল। শোভাবাজার রাজবাড়ির রাজা আনন্দকৃষ্ণের ভূমিকায় পদ্মনাভ দাশগুপ্ত। ছবির কাহিনীকার দুলাল দে, ইন্দ্রাশিস এবং জয় ভট্টাচার্য। সংগীত পরিচালনা করেছেন বিক্রম ঘোষ। সিনেম্যাটোগ্রাফির দায়িত্ব সামলেছেন সৌমিক হালদার। ১৩ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এসভিএফ প্রযোজিত ছবিটি।