করোনার দ্বিতীয় ঢেউয়ে বেহাল দেশের স্বাস্থ্য ব্যবস্থা। কোথাও নেই বেড, নেই অক্সিজেন। কোনও কোনও রাজ্যে আবার অপ্রতুল টিকা। এই আবহে করোনা পরিস্থিতি নিয়ে এবার বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। বর্তমান এই কোভিড পরিস্থিতিকে ‘অভূতপূর্ব জরুরি অবস্থা’ বলে অভিহিত করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। আর এই পরিস্থিতি মোকাবিলায় দ্রুত টিকাকরণ করার পরামর্শ দিয়েছেন তিনি। মোট ৫টি পরামর্শ দিয়েছেন তিনি।
১) টিকাকরণ কর্মসূচি নিয়ে তিনি লেখেন, যদি নির্দিষ্ট সময়ের মধ্যে একটি নির্দিষ্ট সংখ্যক মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা দেওয়া হয়, তা হলে আগেই পর্যাপ্ত অর্ডার দেওয়া উচিত। যাতে প্রস্তুতকারী সংস্থা সরবরাহের জন্য একটি সম্মত সময়সূচি মেনে চলতে পারে। আগামী ছ’মাসের জন্য সংস্থাগুলিকে কী পরিমাণ ভ্যাকসিনের অর্ডার দেওয়া হয়েছে, তা জনসমক্ষে আনা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
২) জরুরি ভিত্তিতে টিকাকরণের জন্য কেন্দ্রীয় সরকার ১০ শতাংশ লক্ষ্যমাত্রা ধার্য্য করতে পারে। তবে একই সঙ্গে রাজ্যগুলির চাহিদার কথাও মাথায় রাখা উচিত। তারা কী পরিমাণ টিকা পেলে টিকাকরণ কর্মসূচিকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবে, সেটাও ভেবে দেখার কথা বলেন তিনি। রাজ্যের সুবিধার্থে আগামী দিনে তারা ঠিক কী পরিমাণ ভ্যাকসিন পাবে, সেটাও তাদের জানানো উচিত।
৩) প্রাক্তন প্রধানমন্ত্রী জানান, ফ্রন্টলাইন ওয়ার্কার তথা যাদের বয়স ৪৫ বছরের কম, তাদেরও টিকাকরণ করানোর পরামর্শ দেন তিনি। এরই সঙ্গে স্কুল শিক্ষক, ট্যাক্সিচালক, বাসচালক, অটোচালক, রিক্সাচালক, পঞ্চায়েত কর্মী, পুরসভার কর্মী, আইনজীবীদেরও টিকাকরণের আওতায় আনার কথা বলেছেন মনমোহন সিং।
৪) প্রাক্তন প্রধানমন্ত্রী চিঠিতে উল্লেখ করেছেন, ভারত ভ্যাকসিন প্রস্তুতকারক হিসেবে সর্ববৃহত্ দেশ। এই জন্য কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদও জানিয়েছেন তিনি। তিনি উল্লেখ করেন, এই ক্ষমতা বেশিরভাগ বেসরকারি সংস।থার ওপরেই। তাই জনস্বাস্থ্যের এই জরুরি অবস্থার মধ্যে ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থার জন্য যথেষ্ট পরিমাণে তহবিল এবং অন্যান্য ছাড়ের মাধ্যমে তাদের উত্পাদনের সুবিধাগুলি দেওয়ার কথা চিঠিতে উল্লেখ করেছেন। এইচআইভি / এডস-এর কথা উল্লেখ করে প্রাক্তন প্রধানমন্ত্রী লিখেছেন, লাইসেন্সিং নীতির ক্ষেত্রেও বিশেষ সংযোজনের প্রয়োজন। যাতে বেশ কয়েকটি সংস্থা লাইসেন্সের আওতায় ভ্যাকসিন তৈরি করতে সক্ষম হয়।
৫) ভারতে করোনার থাবা রুখতে বিদেশের তৈরি করা ভ্যাকসিন গুলিকেও ছাড়পত্র দেওয়ার কথা বলেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। এমনকি তিনি বলেন, ওই ভ্যাকসিন বিদেশে ছাড়পত্র পেয়েছে। এই পরিস্থিতি রুখতে সেই ভ্যাকসিনগুলিকে আভ্যন্তরীণ ট্রায়াল ছাড়াই কিছুদিনের জন্য তড়িঘড়ি ট্রায়ালের কথা বলেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী।
করোনার এই ভয়াবহ থাবা থেকে দেশকে বাঁচাতে তার এই পরামর্শ কেন্দ্রীয় সরকার নিয়ে খুব শীঘ্রই ব্যবস্থা নেবে বলে এদিন আশাপ্রকাশ করেছেন মনমোহন সিং।