কলকাতাঃ গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৪১৯ জন৷ একদিনে মৃত্যু হয়েছে আরও ২৮ জনের৷ তবে উদ্বেগ বাড়িয়ে রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা প্রায় ৫০ হাজারের কাছে ৷ শনিবার রাজ্য সরকারের পরিসংখ্যানেই বলা হয়েছিল প্রায় ৪৭ হাজার নমুনা পরীক্ষা করে নতুন করে ৭৭১৩ জন আক্রান্তের খোঁজ মিলছে৷ এ দিনের তথ্য বলছে, ৪৬ হাজার নমুনা পরীক্ষা করে ৮৪১৯ জন সংক্রামিতের খোঁজ পাওয়া গিয়েছে৷ ফলে সংক্রমণের হারও যে বাড়ছে, তা স্পষ্ট৷ যার ফলে রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯,৬৩৮৷ এ দিন কলকাতায় নতুন আক্রান্তের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে৷ গত ২৪ ঘণ্টায় কলকাতায় নতুন করে সংক্রামিত হয়েছেন ২১৯৭ জন, মৃত্যু হয়েছে ৫ জনের৷ গত ২৪ ঘণ্টায় উত্তর চব্বিশ পরগণায় আক্রান্ত হয়েছেন ১৮৬০ জন, মারা গিয়েছেন ৬ জন৷ ফলে প্রবল চাপ বাড়ছে রাজ্যের সরকারি- বেসরকারি হাসপাতালগুলিতে৷