জেলা

দিদি ২মে-র আগে সেরে উঠুন, যাতে পায়ে হেঁটে রাজ্যপালের কাছে পদত্যাগপত্র দিতে যেতে পারেনঃ অমিত শাহ

জনসভায় দাঁড়িয়ে বড় ঘোষণা শাহের। ৫ দফায় ১৮০ আসনে ভোটগ্রহণ হয়ে গিয়েছে। বিজেপি জিতছে ১২২ আসনে। আরও একধাপ এগিয়ে তাঁর বক্তব্য, মুখ্যমন্ত্রী পদ থেকে পায়ে হেঁটে ইস্তফা দিতে যেতে হবে মমতাকে। তাই ২ মে-র আগে মমতা যাতে সেরে উঠতে পারেন, তারই জন্য তাঁকে শুভেচ্ছা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। আরোগ্যকামনার ভঙ্গি নিশ্চিত কটাক্ষের।  জামালপুরে জনসভা থেকে বার্তা দিলেন অমিত, ‘দিদির গুন্ডারা এই ৫ দফায় কিছুই করতে পারেনি। তাই দিদি হতাশায় ভুগছেন। দিদি ২ মের আগে সেরে উঠুন, যাতে পায়ে হেঁটে রাজ্যপালের কাছে পদত্যাগপত্র দিতে যেতে পারেন।’ শাহের দাবি, ৫ দফা নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনই গেছে বিজেপির দখলে। সেই হিসাবেই ১২২ আসনের সংখ্যাটা ঘুরছে বিজেপি নেতাদের মোবাইলে মোবাইলে।