দেশ

আমরা এই মুহূর্তে মহামারীতে ভুগছি, কিন্তু আমাদের কোনও কেন্দ্রীয় সরকার নেই, আছে জনসংযোগ সংস্থা, তাদের একজন প্রচারক আছেন’, মোদিকে কটাক্ষ ইয়েচুরির

উনি তো দেশের প্রধানমন্ত্রী নন? উনি তো কেবলই দলের প্রচারক। ইয়েচুরি টুইটে লেখেন, আমরা ভারতীয়রা এই মুহূর্তে মহামারীতে ভুগছি। কিন্তু আমাদের কোনও কেন্দ্রীয় সরকার নেই। আছে জনসংযোগ সংস্থা। তাদের একজন প্রচারক আছেন। দেশে করোনা পরিস্থিতি মহামারীর আকার ধারণ করেছে। মহারাষ্ট্রে প্রয়োজনীয় ওষুধ, অক্সিজেন প্রধানমন্ত্রীর কাছে দরবার করেও ব্যবস্থা করা যায়নি। তিনি ব্যস্ত বাংলার ভোট প্রচারে। প্রতিদিন হাজার হাজার মানুষ মারা যাচ্ছেন করোনায়। আর তিনি জনসমাবেশে ভিড় বাড়িয়ে সংক্রমণ বাড়াতে সাহায্য করছেন। নরেন্দ্র মোদি একজন সংকীর্ণমনা দলীয় প্রচারক। কোনওভাবেই তিনি প্রধানমন্ত্রী নন। রবিবার এভাবেই সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি প্রধানমন্ত্রীকে নিশানা করলেন।