করোনার জেরে তীব্র আকাল লেগেছে অক্সিজেনের। এই পরিস্থিতিতে কলকাতার মানিকতলায় খালি অক্সিজেন সিলিন্ডার চক্রের হদিশ পেল কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্র্যাঞ্চ (ইবি)। অক্সিজেনের মজুত ও কালোবাজারি রুখতে অভিযান চালাতেই মিলল হদিশ। ইবি সূত্রে খবর, মানিকতলার বিধান সরনীতে তারা অভিযান চালালে সেখান থেকে ৫২ কেজি ওজনের ১৩টি ও ১৫ কেজি ওজনের ২টি খালি অক্সিজেন সিলিন্ডার বাজেয়াপ্ত করা হয়। বিধান সরনীর এই সংস্থাটির মালিক বিপুল টাকায় বিক্রি করত অক্সিজেন সিলিন্ডার। ১৫ কেজি ওজনের সিলিন্ডারের দাম নেওয়া হত ১৮-২০ হাজার টাকা। অন্যদিকে, ৫২ কেজি ওজনের সিলিন্ডারগুলি বিক্রি করা হত আরও ৩০-৩৫ হাজার টাকায়। এদিকে, এই অক্সিজেন সিলিন্ডার বিক্রির একটি চক্র রয়েছে, যারা ওই খালি সিলিন্ডার কিনত। তাদের খোঁজে এবার তদন্ত শুরু করেছে পুলিশ।