দেশ

রেমডিসিভির, অক্সিজেন সহ নগদ লক্ষাধিক টাকা উদ্ধার, গ্রেপ্তার ৭ দুষ্কৃতী

বিভিন্ন প্রান্তে অক্সিজেন থেকে রেমডিসিভিরের চাহিদা বাড়ছে। দিল্লির হাসপাতালে হাসপাতালে যেখানে অক্সিজেনের হাহাকার চলছে, সেখানে কিছু দুষ্কৃতী সুযোগ বুঝে কালো বাজারিতে নেমে পড়েছে। দিল্লিতে এমন ৩ দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছে থেকে নগদ লক্ষাধিক টাকা এবং সেই সঙ্গে রেমডিসিভির, অক্সিজেন এবং আরও বেশ কিছু সরঞ্জাম উদ্ধার হয়েছে যা করোনা চিকিৎসায় লাগে। ছত্তিশগড়েও এমন ৪ দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দিল্লিতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। অভিযান চালিয়ে একটি গাড়ি-সহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা নগদ উদ্ধার হয়েছে। সেই সঙ্গে, রেমডিসিভির ইঞ্জেকশনের বেশ কয়েকটি ভায়াল পাওয়া যায়। সেগুলি ৪০ হাজার টাকা করে বিক্রি করছিল তারা। তাদের কাছ থেকে এমন ৩টি ভায়াল উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে উদ্ধার হয়েছে ১০০ অক্সিমিটার এবং ৪৮টি ছোট আকারের অক্সিজেন সিলিন্ডার। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত অলোক ত্যাগি, অভিষেক গাজিয়াবাদের এবং সোমেল গুপ্তা নয়ডার বাসিন্দা। তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। ছত্তিশগড়ের রায়পুর থেকেও পুলিশ এমন ৪ দুষ্কৃতীকে গ্রেপ্তার করছে। তারাও করোনা চিকিৎসার সরঞ্জামের কালোবাজারির সঙ্গে যুক্ত ছিল।