জেলা

বারুইপুরে খুললো ১০০ শয্যার করোনা হাসপাতাল

রাজ্যে ভয়ঙ্কর আকার নিয়েছে করোনা সংক্রমণ। এরকম এক পরিস্থিতিতে বারুইপুরে একটি ১০০ শয্যার করোনা হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন জেলাশাসক অন্তরা আচার্য। আজ বিকেলে বারুইপুর করোনা হাসপাতালের উদ্বোধনের পাশাপাশি এর পরিকাঠামোও খতিয়ে দেখেন জেলাশাসক। তার সঙ্গে এদিন উপস্থিত ছিলেন এডিএম, মহকুমা শাসক বারুইপুর, বারুইপুর হাসপাতালের সুপার, এসডিপিও বারুইপুর ও জেলার অন্যান্য স্বাস্থ্য অধিকারিকরা। সোমবার থেকেই করোনা আক্রান্ত রোগীরা বারুইপুরের এই করোনা হাসপাতালে ভর্তি হতে পারবেন। যদিও তাদের সরকারি বিধি মেনেই হাসপাতালে ভর্তি হতে হবে। জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, কয়েকদিনের মধ্যেই অতিরিক্ত ২০টি এইচডিইউ শয্যা চালু হবে এই করোনা হাসপাতালে। এই মুহূর্তে জেলাতে অক্সিজেনের কোনো ঘাটতি নেই। অক্সিজেনের স্টকিস্ট, ডিলার পয়েন্ট ও মেডিকেল স্টোরগুলিতে নজরদারি চালাচ্ছে জেলা স্বাস্থ্য দফতর। কালোবাজারি রুখতে খোলা হয়েছে ২৪ ঘন্টার কন্ট্রোল রুম।