কলকাতা

মাস্ক না পড়লে চড়া যাবে না বাসে

এবার মাস্ক পরার ব্যাপারে কঠোর হচ্ছেন বাস মালিকেরা। মুখে মাস্ক না থাকলে আর বাসে ওঠার অনুমতি পাবেন না কোনও যাত্রী। দেশের পাশাপাশি রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। করোনার মারণ কামড়ে মাস্ক কিংবা গ্লাভস ছাড়াই অবলিলায় রাস্তা-ঘাটে কিংবা ট্রামে ও বাসে চলাফেরা করছেন বহু মানুষ। সেই মর্মে গতকাল কড়া পদক্ষেপ নেয় নবান্ন। রাজ্যের পুলিশকে সরকারের তরফে নির্দেশ দেওয়া হয় মাস্ক না পরে বাইরে বেরোলেই জরিমানা কিংবা মহামারী আইনে জেলে ভরতে হবে নিয়মভঙ্গকারীদের। এবার নবান্নের সেই নির্দেশিকার পরেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট। আজ রবিবার বৈঠক শেষে সংগঠনের তরফে জানানো হয়েছে মুখে মাস্ক না থাকলে আর বাসে ওঠার অনুমতি পাবেন না কোনও যাত্রী। বাসেও মাস্ক পরেই যাতায়াত করতে হবে।