করোনা পরিস্থিতিতে এবার দেশে ৩১ মে পর্যন্ত বন্ধ হল আন্তর্জাতিক উড়ান চলাচল। দেশে আন্তর্জাতিক উড়ানের ওঠানামার উপর নিষেধাজ্ঞা ৩১ মে পর্যন্ত জারি রাখল কেন্দ্র। জানা গিয়েছে, দেশে ক্রমশ বাড়তে থাকা করোনা সংক্রমণের আবহের কারণেই এই সিদ্ধান্ত। আজ শুক্রবার ট্যুইটের মাধ্যমে এ বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করে ডিজিসিএ-র তরফে জানানো হয়, এই নিষেধাজ্ঞার মেয়াদ আগামী ৩১শে মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে সেক্ষেত্রে এই নিয়ন্ত্রণ আন্তর্জাতিক পণ্য পরিবাহী বা কার্গো বিমানের ক্ষেত্রে কার্যকর হবে না বলেও জানানো হয়। এছাড়া, ডিজিসিএ-র বিশেষ অনুমোদন পাওয়া আন্তর্জাতিক উড়ানেরও ক্ষেত্রেও এই নির্দেশ গণ্য হবে না। একইসঙ্গে, জরুরি পরিস্থিতিতে প্রয়োজন অনুযায়ী কিছু বিশেষ উড়ানের অনুমতি দেওয়া হতে পারে।