দেশ

সোশ্যাল মিডিয়ায় নাগরিকদের করোনা সংক্রান্ত তথ্য জানার অধিকার দমন করা যাবে না: সুপ্রিম কোর্ট

করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের বাক-স্বাধীনতা নিয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ শীর্ষ আদালতের। শুক্রবার সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দেয়, করোনা আবহে কোনও নাগরিক যদি সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্ত কোনও অভিযোগ পেশ করেন, তথ্য জানতে চান তবে কোনও রাজ্য়েরই তা দমন করা বা প্রকৃত তথ্য গোপন করা উচিত নয় । পাশাপাশি, আদালত জানিয়েছে, যদি কোনও নাগরিকের সঙ্গে এমন ঘটনা ঘটে এবং এর জন্য তাঁকে যদি হেনস্থা করা হয়, তবে তা আদালত অবমাননা হিসাবেই গণ্য করা হবে। এদিন দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় । তিনি বলেন, ”একজন নাগরিক এবং বিচারপতি হিসাবে এটা আমার কাছে অত্যন্ত উদ্বেগের বিষয়। নাগরিকরা যদি সোশ্যাল মিডিয়ায় তাঁদের অভিযোগ জানান, তাহলে কোনও ভাবেই কোনও তথ্য দমন হোক, তা আমরা চাই না । আমাদের তাঁদের কণ্ঠস্বর শুনতে দেওয়া হোক। যদি কোনও নাগরিক অক্সিজেন বা হাসপাতালের শয্যা চেয়ে হেনস্থার শিকার হন, তাহলে আমরা সেটাকে আবমাননা হিসাবে গণ্য করব । আমরা একটা মানবিক সঙ্কটের মধ্যে রয়েছি ।”