করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হলেন অভিনেতা বিক্রমজিৎ কনওয়াড়পাল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র বাহান্ন বছর। করোনা আক্রান্ত হওয়ার পরেও একটা ভিডিও করেছিলেন বিক্রমজিৎ। তাতে তিনি তাঁর অনুরাগীদের বাড়িতে থাকার এবং মাস্ক পরার পরামর্শ দিয়েছিলেন। তিনি এও বলেছিলেন, তিনি তাঁর পরিবারের কাছে তাড়তাড়ি ফিরে যেতে চান। মুম্বইয়ের সেভেন হিলসের এক হাসপাতালে ভর্তি ছিলেন বিক্রমজিৎ। শনিবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। পরিচালক অশোক পণ্ডিত টুইটার তাঁর মৃত্যু সংবাদ পোস্ট করে লেখেন, ‘“আজ সকালে কোভিডের কারণে অভিনেতা মেজর বিক্রমজিৎ কানওয়ারপালের মৃত্যু সম্পর্কে শুনে খুব দুঃখ হয়েছে। অবসরপ্রাপ্ত সেনা অফিসার, কানওয়ারপাল বহু চলচ্চিত্র এবং টেলিভিশন সিরিয়ালে সহায়ক ভূমিকা পালন করেছিলেন। তার পরিবার ও নিকটস্থদের প্রতি আন্তরিক সমবেদনা।’ মনোজ বাজপেয়ী তাঁর টুইটে লেখেন, ‘খুবই খারাপ খবর। গত ১৪ বছর ধরে তোমাকে চিনি। রেস্ট ইন পিস মেজর।’ পরিচালক বিক্রম ভাট ইনস্টাগ্রামে অভিনেতার একটি ছবি পোস্ট করে লেখেন, ‘এসকঙ্গে এত কাজ করেছি আমরা, তোমাকে খুব কাছ থেকেই চিনি। এমন একটা সময়ের মধ্যে রয়েছি, যাতে মনে হচ্ছে একেকটা দিন যেন একেকটা দীর্ঘ অবিচুয়ারি। শান্তিতে থাকো মেজর।’ চাকরি করেছেন ভারতীয় সেনাবাহিনীতে। ২০০২ সালে অবসর নেন মেজর পদে। তারপর শুরু করেন অভিনয়। বলিউডে অভিনয় ছিল ছোটবেলার স্বপ্ন। বড়পর্দায় বহু ছবিতে এবং ছোটপর্দায় সিরিয়ালে পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন। তিনি ‘পেজ-থ্রি’, ‘রকেট সিং’, ‘আরক্ষণ’, ‘মার্ডার-২’, ‘২ স্টেটস’ এবং ‘দ্য গাজি অ্যাটাক’-এর মতো ছবিতে অভিনয় করেছিলেন। টেলিভিশনে, তিনি ‘দিয়া অউর বাতি হম’, ‘ইয়ে হ্যায় চাহাতে’, ‘দিল হি তো তো হ্যায়’ এবং ‘অনিল কাপুরস চব্বিশ’ এর মতো শোতে বিশিষ্ট ভূমিকা পালন করেছিলেন। বিক্রমের শেষ অভিনীত ওয়েব সিরিজ ছিল ‘স্পেশাল অপস’। তাঁর এই হঠাৎ প্রয়াণে শোকে মূহ্যমান বলিউড।
https://www.instagram.com/p/COURH2LJVno/?utm_source=ig_embed