একের পর এক কর্মী করোনা আক্রান্ত হওয়ায় ট্রেল চালানো দায় হয়ে পড়েছে রেল কর্তৃপক্ষের। অসুস্থ চালক থেকে গার্ড, বহু কর্মী। হাওড়া ও শিয়ালদা শাখা মিলিয়ে মোট ১৩৫০ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। আর তার প্রভাব পড়ছে রেল পরিষেবায়। শনিবার পর্যন্ত পাওয়া রিপোর্ট অনুযায়ী, শুধুমাত্র শিয়ালদায় আক্রান্ত হয়েছেন ৭৫০ কর্মী। হাওড়াতেও ৫০০ জনের বেশি আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে বেশির ভাগই চালক, গার্ড বা প্রথম সারির কোনও কর্মী অর্থাৎ যাদের সাহায্য ছাড়া ট্রেন চালানো কার্যত অসম্ভব। তাই রেলের শাখায় কর্মীদের সংক্রমণে বাতিল করে দিতে হচ্ছে একের পর এক ট্রেন। দূরপাল্লার পাশাপাশি লোকাল ট্রেনেও প্রভাব পড়তে শুরু করেছে।প্রত্যেকদিনই একগুচ্ছ ট্রেন বাতিল করতে হচ্ছে। এ দিকে, লোকাল ট্রেন বাতিল হওয়ায় বিপদ বাড়ছে শিয়ালদা শাখার নিত্যযাত্রীদের। সংখ্যায় কম ট্রেন চলায় বাড়ছে ভিড়।