কলকাতা

কয়লাপাচার কাণ্ডে জ্ঞানবন্ত সিংকে তলব সিবিআইয়ের

কয়লাপাচার কাণ্ডে এবার তলব করা হল ডিরেক্টর অফ সিকিউরিটি জ্ঞানবন্ত সিংকে ৷ আগামী ৪ মে তাঁকে কলকাতার নিজাম প্যালেসে ডেকে পাঠানো হয়েছে ৷ সেখানেই জ্ঞানবন্তকে জেরা করবেন সিবিআই গোয়েন্দারা ৷ সিবিআই সূত্রে খবর, রাজ্যে কয়লাপাচার কাণ্ডের তদন্তে নেমে একাধিক ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা ৷ পাশাপাশি, বেশ কয়েকজনের গোপন জবানবন্দিও রেকর্ড করা হয়েছে ৷ সূত্রের খবর, এই গোপন জবানবন্দি থেকেই উঠে এসেছে জ্ঞানবন্ত সিংয়ের নাম ৷ সিবিআইয়ের দাবি, তারা কয়লাপাচার কাণ্ডের তদন্তে নেমে একাধিক নথিপত্র বাজেয়াপ্ত করেছে ৷ সেই সকল নথি বিশ্লেষণ করে গোয়েন্দাদের মনে হয়েছে, এই কয়লাপাচার চক্রে লিংকম্যানের কাজ করতেন জ্ঞানবন্ত ৷ পাশাপাশি, তাঁর বিরুদ্ধে নিজের পদ ও ক্ষমতার অপপ্রয়োগের অভিযোগও উঠেছে ৷