গোটা দেশের পাশাপাশি এ রাজ্যেও যেভাবে টিকার আকাল দেখা দিয়েছে, তাতে কীভাবে ভ্যাকসিন দেওয়া সম্ভব, তা নিয়ে ধন্দে ভুগছে বেসরকারি হাসপাতালগুলি। দিনকয়েক আগে আবার রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছে, ১ মে থেকে বেসরকারি হাসপাতালগুলিকে টিকা দেবে না রাজ্য। এতে ধোঁয়াশা বেড়েছে। তবে বেসরকারি হাসপাতালগুলিতে দুশ্চিন্তায় ফেলেছে সেরামের একটি ঘোষণা। কোভিশিল্ড প্রস্তুতকারী সংস্থার পক্ষ থেকে বেসরকারি হাসপাতালগুলিকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, জুলাইয়ের আগে তাদের টিকা দেওয়া সম্ভব নয়। ফলে সরবরাহ মসৃণ না হওয়া পর্যন্ত রাজ্যে যে ১৮ উর্ধ্বদের টিকাকরণও বেসরকারি ক্ষেত্রে শুরু হবে না, তাও একপ্রকার পরিষ্কার হয়ে যাচ্ছে। বেসরকারি হাসপাতালগুলিতে তৈরি হওয়া টিকা সঙ্কট নিয়ে এ দিন স্বাস্থ্য ভবনের কর্তাদের সঙ্গে বৈঠক করেন হাসপাতালের পরিচালন কমিটির সদস্যরা। সূত্রের খবর, সেই বৈঠকেই সেরামের এই বক্তব্যের কথা রাজ্য সরকারকে জানানো হয়। বেসরকারি হাসপাতালগুলির তরফে দাবি করা হয়, টিকা কবে পাওয়া যাবে তা জানতে চেয়ে সেরামের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। কিন্তু সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, যে বরাত তাঁদের কাছে রয়েছে তা পাঠিয়ে বেসরকারি হাসপাতালগুলিকে টিকা দিতে জুলাই মাস হয়ে যাবে। তার আগে সম্ভব নয়।