করোনার ছবলে সবকিছু টালমাটাল হয়ে গিয়েছে। দেশে করোনার দ্বিতীয় ঢেউতে মানুষের নাজেহাল দশা। সারা দেশে এখন করোনা জন্য হাহাকার পড়ে গিয়েছে। মুম্বইয়ের অবস্থা বেশ শোচনীয়। প্রতিদিন লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। কোথাও নেই অক্সিজেন, নেই বেড। হাসপতালালের ডাক্তারর নিজেদের অসহায় বোধ করছেন। মৃত্যুর হারও ক্রমশ বাড়ছে। কোনও ভাবেই সংক্রমণ আটকানো যাচ্ছে না। বলি তারকাদের অনেকেই এই পরিস্থিতিতে এগিয়ে এসেছেন। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বাস্তবের রুক্ষ মাটি…. মানুষের কাঁধে হাত রেখে বলছেন ‘পাশে আছি ।’ এই কঠিন কঠোর পৃথিবীতে এর থেকে আর বেশি কী-ই বা দরকার । দেশ জুড়ে আজ বহু তারকারা তাঁদের ঝুলি উপুড় করে দিয়েছেন । কেউ দান করেছেন দেশের তহবিলে, কেউ দিচ্ছেন অক্সিজেন সিলিন্ডার, কেউ বিশ্ববাসীর থেকে জোগাড় করছেন অনুদান। এবার এগিয়ে এলেন ‘ভারতরত্ন’ লতা মঙ্গেশকর। এই কঠিন সময়ে মানুষের পাশে থাকতে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তিনি। লতা মঙ্গেশকর মহারাষ্ট্র মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৭ লাখ টাকা দান করলেন। মহারাষ্ট্র সরকারের জনআধিকারিকের পক্ষ থেকে এই কথা জানানো হয়। তিনি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এই সাহায্যের জন্য লতা মঙ্গেশকরকে ধন্যবাদ জানিয়েছেন।