সোমবার সন্ধে থেকেই ঝোড়ো হাওয়া বইছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। রাত বাড়তেই শুরু হয়েছে বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টি। ভোর থেকেই দফায় দফায় তুমুল বৃষ্টি হয় কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। এরইমধ্যে শহরের বেশ কিছু জায়গায় জল জমেছে। পূর্বাভাস, আজ সারাদিন মেঘলা আকাশ থাকবে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুত্সহ বৃষ্টির সম্ভাবনা। কোথাও হাল্কা বা কোথাও ভারী বৃষ্টি হতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকবে। আজ, মঙ্গলবার সকাল থেকেই বৃষ্টির ফলে কলকাতার দিনের তাপমাত্রা স্বাভাবিকে এর নিচে নামতে পারে। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪২ থেকে ৯৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ১৪.৭ মিলিমিটার। গত কয়েকদিনের টানা গরমের পর এদিনের সকাল থেকে বৃষ্টি কিছুটা হলেও স্বস্তি দিয়েছে শহরবাসীকে। আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরপ্রদেশের ওপর ঘূর্ণাবর্ত রয়েছে। সেই ঘূর্ণাবর্ত থেকে একটি অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত। এই ঘূর্ণাবর্তের টানেই বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। এর ফলে তৈরি হচ্ছে ঝড় বৃষ্টির পরিস্থিতি। তার জেরেই এই বৃষ্টি। আগেই পূর্বাভাস ছিল, রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যজুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনার। ভারী থেকে অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের সাত জেলায় হতে পারে বলেও জানানো হয়েছিল। পূর্বাভাসে বলা হয়েছিল, রাজ্যজুড়ে এই ঝড়-বৃষ্টির ধারা চলবে ৬ মে পর্যন্ত।