নির্বাচনী লড়াইয়ে বাংলার রায়ে জিতেছে ‘বাংলার মেয়ে’ মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বেলা ১১ টা নাগাদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে তৃতীয়বারের জন্য শপথগ্রহণ করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই অনুষ্ঠানে আমন্ত্রিতদের তালিকায় রয়েছে বিশিষ্টদের নাম। কোভিড আবহে এই অনুষ্ঠান হবে আড়ম্বরহীন। তৃণমূল সুপ্রিমো একাই এদিন শপথ নেবেন। কোভিড আবহের কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে। বুধবার সকাল পৌনে ১১টা নাগাদ রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে শপথ নেবেন মমতা। অতিথি তালিকায় রয়েছে বিরোধী শিবিরের নেতাদের নামও। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্য, বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিধানসভার বিরোধী নেতা আব্দুল মান্নান, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীদের রাজনৈতিক সৌজন্য মেনেই আমন্ত্রণ পত্র পাঠানো হবে বলে সূত্রের খবর। এছাড়াও, আমন্ত্রিত অতিথিদের তালিকায় রয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট তথা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও। নির্বাচনী প্রাক্কালে সৌরভের বিজেপি-যোগ ঘিরে নানা গুঞ্জন আসে। তবে মমতার শপথ তালিকায় মহারাজের নাম থাকাকে তাত্পর্যপূর্ণই মনে করা হচ্ছে। অন্যদিকে, এই অনুষ্ঠানে থাকার কথা তৃণমূলের একাধিক নেতা-নেত্রীর। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, ভোটকুশলী প্রশান্ত কিশোর, পুর প্রশাসক ফিরহাদ হাকিম, দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়, রাজ্যসভার সাংসদ সুব্রত বক্সী সহ আরও নেতাদের নাম রয়েছে তালিকায়।