৩ মাস কমিশনের হয়ে রাজ্য পুলিশ কাজ করেছে, কিছু অক্ষমতা ছিল, এবার দেখে নিচ্ছি
মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয় বার শপথ নেওয়ার পর তাঁর প্রথম অগ্রাধিকার করোনা পরিস্থিতি সামাল দেওয়া৷ আর দ্বিতীয় কাজ হবে রাজ্যজুড়ে চলতে থাকা ভোট পরবর্তী হিংসায় লাগাম টানা৷ রাজ ভবনে শপথ গ্রহণের পর এ কথা স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সঙ্গে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন, হিংসায় জড়ালে কাউকে রেয়াত করা হবে না৷ করোনা পরিস্থিিত এ দিন বেলা সাড়ে বারোটায় নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক রয়েছে৷ এর পরেই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এ দিন শপথ গ্রহণের পর মুখ্যমন্ত্রী বলেন, ‘আমার প্রথম অগ্রাধিকার কোভিডকে নিয়ন্ত্রণ করা৷ বেলা সাড়ে বারোটায় মিটিং ডাকা হয়েছে৷ আর আমার দ্বিতীয় কাজ হবে রাজ্যে হিংসা বন্ধ করা৷ আমি সবাইকে বলব, শান্ত থাকুন৷ বাংলা কিন্তু অশান্তি পছন্দ করে না৷ আমি আজ থেকে আইনশৃঙ্খলা সামলাব৷ যেখানে যাঁকে দায়িত্ব দেওয়ার দেব, ঝামেলা করলে আমি কাউকে রেয়াত করব না৷ কঠোর হাতে আমি এসব সামলাব৷’ মুখ্যমন্ত্রী ফের বলেন, ‘এই তিন মাস পুলিশ- প্রশাসন নির্বাচন কমিশনের আওতায় ছিল৷ কিছু কিছু রাজনৈতিক দল যেখানে জিতেছে সেখানে বেশি অত্যাচার করছে৷ আমি নতুন সেট আপ তৈরি করব৷ তিন মাস এটা ছিল না৷ কেউ কারও প্রতি প্রতিহিংসাপরায়ণ হবেন না৷’