রাজ্যে ভোটের ফলাফল পরবর্তী হিংসা খতিয়ে দেখতে কেন্দ্র সরকারের তরফে কেন্দ্রীয় দল পাঠানোয় সমালোচনা করলেন ফিরহাদ হাকিম। তিনি দাবি করেছেন, বাংলায় ভোট পরবর্তী হিংসায় তৃণমূল কর্মীদেরও প্রাণ গিয়েছে। কিন্ত এই হিংসাকে বিজেপি এমনভাবে প্রচার করছে তাতে বলা হচ্ছে বিজেপি কর্মীদের উপরেই একতরফাভাবে হামলা হচ্ছে। আসলে বাংলায় বিজেপি ব্যার্থতা ঢাকতেই কেন্দ্রীয় দল পাঠাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। ফিরহাদ হাকিম বলেন, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব অপদার্থ। তারা বাংলা থেকে একুশের বিধানসভা নির্বাচনে ব্যর্থ হয়ে ফিরে গিয়েছেন। বাংলার মানুষ যে বিজেপিকে প্রত্যাখ্যান করেছে তা তারা প্রকাশ্যে বলতে পারছে না এখন, তাই এসব করছে গেরুয়া শিবির। যেহেতু তারা বাংলা থেকে শূণ্য হাতে ফিরেছে, তাই দেখাতে চাইছে বাংলায় হিংসা যেন বিরাট কিছু হয়েছে। এরপরেই তিনি বিজেপিকে কটাক্ষ করে বলেন, নাচতে না জানলে উঠোন বাঁকা। ফিরহাদ জানান, রাজ্যে হিংসায় একজনও মরুক তা তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায় চান না। শুধুমাত্র বদলার মনোভাব নিয়ে এসব করছে বিজেপি। রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূলের উপর হামলা হচ্ছে। কিন্ত একতরফাভাবে প্রচার করা হচ্ছে, সবক্ষেত্রে আক্রান্ত হচ্ছে বিজেপি। ফিরহাদ বলেন, দুই একটা বিচ্ছিন্ন ঘটনাকে সন্ত্রাস বলে চালিয়ে দেবেন না। মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নেওয়ার ২৪ ঘন্টার মধ্যেই কেন্দ্র থেকে এই টিম পাঠানো হলো। আসলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের টিম পাঠিয়ে দেখানোর চেষ্টা করা হচ্ছে, বাংলায় সন্ত্রাস হচ্ছে। কিন্ত বাংলায় সন্ত্রাস হয় না বলেই দাবি করেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, ভোটের ব্যার্থতা ও করোনার ব্যার্থতা ঢাকতে তারা কেন্দ্রীয় টিম পাঠাচ্ছে। তারা চা খাবে, গল্প করবে, চলে যাবে। তাই কেন্দ্রীয় দল না পাঠিয়ে ভ্যাকসিন পাঠান। একে তো ভোটের আগে প্রচারে এসে বিজেপির কেন্দ্রীয় নেতারা করোনা সংক্রমণ ছড়িয়ে দিয়ে বাংলার মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন, এখন আর এসব না করে ভ্যাকসিন পাঠান সেটা মানুষের কাজে লাগবে।