নির্বাচনের ফল ঘোষণার পর বাংলায় অশান্তি যেন থামছেই না। দলীয় কাজে দিনহাটা বয়েজ ক্লাবের সামনে গিয়ে দুস্কৃতিদের হাতে আক্রান্ত হন তৃণমূল নেতা উদয়ন গুহ। হামলার চোটে মাথা ফাটে তার নিরাপত্তারক্ষীর, হাত ভেঙে যায় উদয়নের। দিনহাটা হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। উদয়নের নিরাপত্তারক্ষীও আক্রান্ত হয়েছেন বলে জানা যাচ্ছে। নিরাপত্তারক্ষীর মাথায় আঘাত লেগেছে। শুরু হয়েছে তদন্ত। তারপরেই দিনহাটায় উত্তপ্ত হয়ে পরিস্থিতি। তৃণমূলের অভিযোগ বিজেপি আশ্রিত দুস্কৃতিরা এই আকজ করেছে। যার জেরে দিনহাটা জুড়ে আজ সন্ধ্যে ৬ টা থেকে আগামীকাল অর্থাত্ শুক্রবার রাত ১২ টা অবধি বনধের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস জেলা নেতৃত্ব।এই ঘটনার পিছনে এলাকার নবনির্বাচিত বিধায়ক ও সাংসদ নিশীথ প্রামাণিকের হাত রয়েছে বলে দাবি তৃণমূলের জেলা সভাপতি পার্থপ্রতিম রায়ের। এই হামলার প্রতিবাদে আগামী ৩০ ঘণ্টা দিনহাটাজুড়ে বন্ধের ডাক দিয়েছে তৃণমূল নেতৃত্ব। এদিন আচমকাই হামলার জেরে গুরুতর আহত হন তৃণমূল নেতা ও দিনহাটার প্রাক্তন বিধায়ক উদয়ন। তড়িঘড়ি তাঁকে ও নিরাপত্তারক্ষীকে দিনহাটা মহাকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেই হাসপাতালে আজই দেখতে যান তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ ও পার্থপ্রতিম রায়।