তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন ডিএমকে প্রধান এমকে স্ট্যালিন। শুক্রবার রাজভবনে স্ট্যালিনকে শপথগ্রহণ পাঠ করালেন তামিলনাড়ুর রাজ্যপাল বনওয়ারিলাল পুরোহিত। স্ট্যালিন ছাড়াও মোট ৩২ জন এদিন শপথ নেন স্ট্যালিনের মন্ত্রিসভার সদস্য হিসেবে। মুখ্যমন্ত্রীর পদ ছাড়াও স্বরাষ্ট্র-সহ কয়েকটি দফতর নিজের হাতে রেখেছেন করুণানিধি পুত্র। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ডিএমকে। ২৩৪ আসনের মধ্যে তারা পেয়েছে ১৩৩ আসন। প্রধান বিরোধী দল হিসেবে এডিএমকে পেয়েছে ৬৬। বিজেপি পেয়েছে মাত্র ৪টি আসন। কংগ্রেস ১৮টি আসন।