কলকাতা

ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজপালের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ৪ প্রতিনিধি দলের

রাজ্যে ভোটের ফলপ্রকাশের পর রাজনৈতিক হিংসার বিভিন্ন ঘটনা প্রকাশ্যে এসেছে। ভোট-পরবর্তী হিংসা নিয়ে রাজ্যের কাছে ইতিমধ্যেই রিপোর্ট তলব করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। পাশাপাশি বৃহস্পতিবার রাজ্যে ৪ সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠিয়েছে দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রক। গতকাল নবান্নে বৈঠকের পর সেই প্রতিনিধি দল আজ রাজভবনে বৈঠক করে। সকাল ১০ টা নাগাদ তাঁরা রাজভবনে যায় রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে বৈঠক করতে। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রকের অতিরিক্ত সচিব গোবিন্দ মোহন। রাজ্যপালের কাছে যা যা হিংসার খবর এসেছিল সেই রিপোর্ট দেন রাজ্যপাল। পাশাপাশি রাজ্যপালের কাছ থেকেও রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রিপোর্ট চেয়েছে কেন্দ্র। দিল্লি ফিরে ওই প্রতিনিধিদল কেন্দ্রকে গোটা পরিস্থিতির রিপোর্ট দেবে। এরই পরে দক্ষিণ ২৪ পরগনার নোনাখালি সহ একাধিক জায়গায় আহত বা নিহত পরিবারের সঙ্গে কথা বলতে যায় কেন্দ্রীয় প্রতিনিধি দল। তবে দিল্লি ফিরে গিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিনিধিদল কি রিপোর্ট দেয় এবং তার পরিপ্রেক্ষিতে কি ব্যবস্থা নেয় কেন্দ্র এখন সেটাই দেখার। রাজনৈতিক হিংসা থামানোর জন্য শপথ নিয়েই সব দলকে আবেদন করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাজ্যপালও তাঁর ভাষণে রাজ্যের হিংসার কথা তুলে ধরেন। যদিও কেন্দ্রীয় প্রতিনিধি দল রাজ্যে এলে তা ভাল চোখে দেখেননি মুখ্যমন্ত্রী। তিনি বলেন, নতুন সরকারের ২৪ ঘণ্টাও পার হতে না হতেই কেন্দ্র ফের রাজ্যকে খোঁচা দেওয়া শুরু করে দিয়েছে। পাশাপাশি দল-মত নির্বিশেষে যে সকল মানুষ রাজনৈতিক হিংসার বলি হয়েছেন তাদের পরিবারকে দু লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।