কলকাতা

অন্য রাজ্য থেকে ট্রেনে চেপে এই রাজ্যে ঢুকতে গেলে লাগবে আরটি-পিসিআর নেগেটিভ টেস্টের রিপোর্ট

অন্য রাজ্য থেকে ট্রেনে চেপে এই রাজ্যে ঢুকতে গেলে লাগবে আরটি-পিসিআর টেস্টের রিপোর্ট। রিপোর্ট নেগেটিভ থাকতে হবে। ট্রেনে ওঠার ৭২ ঘন্টা আগে যাত্রীকে এই টেস্ট করাতে হবে। বৃহস্পতিবার এই বিষয়ে রেলকে জানিয়েছে রাজ্য সরকার। করোনা সংক্রমণ রোধে রাজ্য সরকারের এই সিদ্ধান্ত। নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ঢোকার পরেও যাত্রীকে সাতদিন নিজের স্বাস্থ্য সম্পর্কে খেয়াল রাখতে হবে। এই সময়ের মধ্যে যদি কোনওরকম উপসর্গ দেখা দেয় তবে তিনি নিকটবর্তী স্বাস্ব্যকেন্দ্রে যোগাযোগ করবেন। নেগেটিভ রিপোর্ট নিয়ে রাজ্যে ঢোকা যাত্রীর মধ্যে যদি কোনও উপসর্গ থাকে তবে সেই যাত্রীর করোনা পরীক্ষা করা হবে। ট্রেনে ওঠার আগে যাত্রীদের থার্মাল চেকিং করা হবে। সেজন্য স্টেশনে যাত্রীদের আগে আসার জন্য অনুরোধ জানানো হয়েছে। মাস্ক ব্যবহার বাধ্যতামূলক। মানতে হবে সামাজিক দূরত্ব। এর আগে বিমানযাত্রী যারা অন্য রাজ্য থেকে এই রাজ্যে আসবেন, তাঁদের জন্যও এই টেস্ট বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার। এ বিষয়ে অসামরিক বিমান পরিবহন মন্ত্রককে রাজ্য সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। সেক্ষেত্রেও সময়সীমা ধার্য হয়েছে ৭২ ঘন্টা।