দেশ

অন্যান্য রাজ্যকে আর অক্সিজেন দিতে পারবো না, প্রধানমন্ত্রীকে চিঠি কেরলের মুখ্যমন্ত্রীর

অন্যান্য রাজ্যকে আর অক্সিজেন সরবরাহ করতে পারবে না কেরল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তিনি জানিয়েছেন, এই মুহূর্তে অতিরিক্ত ৮৬ টন অক্সিজেন রয়েছে রাজ্যে। প্রতিশ্রুতি অনুযায়ী ১০ মে পর্যন্ত তামিলনাড়ুকে ৪০ টন দেওয়া হবে, তার পরে আর সম্ভব নয়, মোদিকে জানিয়ে দিলেন বিজয়ন। কারণ হিসেবে রাজ্যের করোনা পরিস্থিতির কথা তুলে ধরেছেন কেরলের মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, এই মুহূর্তে রাজ্যে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৪,০২,৬৪০। ১৫ মে-র মধ্যে তা ছ’ লক্ষে পৌঁছে যাবে বলে আশঙ্কা। ফলত, দৈনিক ৪৫০ মেট্রিক টন অক্সিজেন প্রয়োজন পড়বে। প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে বলা হয়েছে, কেরলের প্রধান অক্সিজেন উত্‍পাদনকারী সংস্থা আইনক্স দিনে ১৫০ টন প্রস্তুত করতে পারে। বাকি ছোট ছোট কারখানা ধরলে রাজ্যে সবমিলিয়ে দৈনিক উত্‍পাদন ২১৯ টন। এর সমস্তটাই রাজ্যের জন্য বরাদ্দ হোক, অনুরোধ করেছেন বিজয়ন।